হাসি ফুটবে ওদের মুখেও

  • হোম
  • প্রজেক্টের বিস্তারিত
img

হাসি ফুটবে ওদের মুখেও

মানবতার হাসি ফাউন্ডেশন মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকারে নানা ধরণের মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ২০১৬ সাল থেকে। সমাজের সেইসব শিশু, যাদের জীবনে আনন্দের সুযোগ সীমিত, ঈদও হয়ে ওঠে কেবল একদিন — কিন্তু পোশাকহীন, খেলনাহীন, খাবারহীন। এই শিশুদের জন্য ঈদ মানে যেমন বড়দের আনন্দ দেখা, তেমনি নিজের চাওয়া অপূর্ণ থেকে যাওয়া। ঠিক সেই জায়গা থেকেই আমাদের হৃদয়ের বিশেষ উদ্যোগ — “হাসি ফুটবে ওদের মুখেও”।

 

এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো ঈদের সময় দরিদ্র, পথশিশু, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করে তাদের মুখে সত্যিকারের আনন্দ ফিরিয়ে আনা। আমরা বিশ্বাস করি, ঈদের খুশি কেবল সামর্থ্যবানদের জন্য নয় — প্রতিটি শিশুর, প্রতিটি হৃদয়ের জন্য। গ্রামের গরিব শিশু, এতিমখানা, বস্তি, স্টেশন ও রাস্তায় বসবাসরত পথশিশুরা এই প্রকল্পের আওতায় আসে। তারা প্রায়ই ঈদের নতুন পোশাক পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত থাকে। “হাসি ফুটবে ওদের মুখেও” প্রকল্পের মাধ্যমে তাদের সেই আনন্দ ভাগাভাগি করা হয়।

 

এই প্রকল্পে আমরা চাই, অন্তত ঈদের দিনটিতে যেন কোনো শিশুর মুখে হতাশা না থাকে, কেউ যেন ঈদের জামা না পেয়ে কোণায় বসে না থাকে। একটি নতুন জামা একটি শিশুর চোখে আনন্দ, মুখে হাসি, আর হৃদয়ে সাহস এনে দেয়। সেই হাসিই আমাদের প্রকৃত অর্জন। প্রতি বছর এই প্রকল্পের আওতায় শত শত শিশুর হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়। আমাদের লক্ষ্য আরও সম্প্রসারিত করা, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও এই খুশির ভাগ পায়।

 

“হাসি ফুটবে ওদের মুখেও” প্রকল্পের মাধ্যমে আমরা শুধু পোশাক দিচ্ছি না, আমরা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছি। আমরা তাদের জানাচ্ছি, তারাও সমাজের অংশ, ঈদের আনন্দ তারাও প্রাপ্য। আসুন, আমরা সবাই মিলে একটি শিশুর মুখে হাসি ফোটাই — ঈদের খুশিতে সবার ভাগ নিশ্চিত করি। কারণ ঈদ হোক সবার, শুধু কিছুজনের নয়।

প্রজেক্টের ছবি সমূহ

সাহায্য পাঠাতে চান?
call icon কল করুন 01648099070