মানবতার হাসি ফাউন্ডেশন
মানবতার হাসি ফাউন্ডেশন একটি নিবেদিতপ্রাণ, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, যা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে। আমাদের মূল লক্ষ্য হলো— সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার আলো ছড়িয়ে দেওয়া। ফাউন্ডেশনটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত অনুদান, স্বেচ্ছাশ্রম ও মানবিক চেতনার ওপর ভিত্তি করে পরিচালিত হয়। আমরা বিশ্বাস করি, একটি হাসি কখনোই ছোট নয়— তা হতে পারে কারো জীবনের সবচেয়ে বড় উপহার। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি নিঃস্বার্থভাবে, ভালোবাসা ও দায়িত্ববোধকে পাথেয় করে।
মানবতার হাসি ফাউন্ডেশন সমাজের উন্নয়নে এবং মানবতার কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নানা ধরণের মানবিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিটি প্রকল্পের পেছনে রয়েছে একটি গভীর মানবিক চেতনা, সহানুভূতি ও দায়িত্ববোধ। আমরা বিশ্বাস করি, ছোট ছোট ভালো কাজের মাধ্যমেও একটি বড় পরিবর্তন আনা সম্ভব — আর সেই বিশ্বাস থেকেই আমাদের প্রতিটি উদ্যোগের শুরু।
আমাদের অন্যতম প্রধান প্রকল্প "রক্তদানের অপেক্ষায় আমরা" — এই প্রকল্পের মাধ্যমে আমরা এমন একটি রক্তদাতা নেটওয়ার্ক তৈরি করেছি, যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে রক্তের জরুরি চাহিদা পূরণে তাৎক্ষণিকভাবে সাহায্য পৌঁছে দিতে পারি। এই প্রকল্পে যুক্ত রয়েছেন অসংখ্য নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী যারা নিঃস্বার্থভাবে রক্তদান করে মানুষের জীবন বাঁচাতে সহযোগিতা করেন।
"অসহায় মানুষের পাশে আমরা" নামের প্রকল্পের মাধ্যমে আমরা দুঃস্থ, গরীব ও বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াই। দুর্যোগ বা সংকটময় মুহূর্তে খাদ্য, পোশাক, চিকিৎসা ও আশ্রয়সহ মৌলিক চাহিদাগুলো পূরণে আমরা কাজ করি। অসুস্থ শিশু, বৃদ্ধ কিংবা দুর্বল পরিবারের প্রতি আমাদের সহযোগিতার হাত সবসময় বাড়ানো থাকে।
শীতের সময় অসহায় মানুষদের পাশে উষ্ণতা নিয়ে দাঁড়ানোর জন্য আমাদের একটি বিশেষ উদ্যোগ "শীতের উষ্ণতা হোক সবার জন্য"। এই প্রকল্পের আওতায় আমরা শীতবস্ত্র, কাঁথা, কম্বল ও উষ্ণ খাবার বিতরণ করে থাকি যাতে শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।
"হাসি ফুটবে ওদের মুখেও" প্রকল্পটি মূলত পথশিশু ও অনাথ শিশুদের জন্য। এই শিশুদের মুখে হাসি ফোটানো, তাদের জন্য খেলনা, খাবার, শিক্ষা উপকরণ প্রদান এবং মাঝে মাঝে আনন্দঘন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদের জীবনে কিছুটা আনন্দের মুহূর্ত তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
"শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বলবে" প্রকল্পের মাধ্যমে আমরা দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছি। বই, খাতা, কলম, স্কুল ড্রেস এবং টিউশন ফি সহ নানা শিক্ষাসামগ্রী প্রদান করা হয় যাতে কোনো শিশু কেবল দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে।
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা পরিচালনা করছি "গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো" নামক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হয় এবং মানুষকে পরিবেশবান্ধব জীবনযাপন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করা হয়।
"একটু ঠাঁই দাও" প্রকল্পটি গৃহহীনদের আশ্রয় নিশ্চিত করার প্রয়াস। যারা রাস্তায় থাকে, যাদের কোনো নিরাপদ মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা এবং সহযোগিতার মাধ্যমে জীবনকে একটু সহজ করে তোলা আমাদের লক্ষ্য।
সবশেষে, "অন্ন সবার অধিকার" প্রকল্পের মাধ্যমে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করি। বিশেষ করে রমজান, ঈদ, দুর্গা পূজা, ঈদুল আজহা কিংবা দুর্যোগকালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি যেন ক্ষুধার্ত কেউ অভুক্ত না থাকে।
এই সকল প্রকল্প আমাদের এক সুতোয় গাঁথা করে — মানবতার হাসি ছড়িয়ে দেওয়ার এক মহৎ উদ্দেশ্যে। আমরা স্বপ্ন দেখি এমন একটি সমাজের, যেখানে মানবতা ও সহানুভূতি হবে প্রতিটি মানুষের জীবনের ভিত্তি।